সোমবার (১১ মার্চ) ফজরের নামাজের ঘণ্টাখানেক আগে উপজেলার বিশারীঘাটা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুটির নাম আব্দুল্লাহ হাওলাদার।
রেশমা আক্তার বলেন, প্রতিদিনের মতো রাতে ১৯ মাস বয়সী বড় মেয়ে সুমাইয়া ও আব্দুল্লাহকে নিয়ে আমরা ঘুমাতে যাই। আব্দুল্লাহ কিছুটা অসুস্থ ছিল। রাত ৩টার দিকে সে কেঁদে উঠলে তাকে ওষুধ খাইয়ে আমরা আবার ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে ৪টার দিকে উঠে দেখি আব্দুল্লাহ বিছানায় নেই। ঘরের দরজা ও জানালা খোলা। আমার স্বামীর মোবাইল ফোন ও চার্জারও ঘরে নেই। আমরা বাড়ির সব জায়গায় খুঁজেও ছেলেকে না পেয়ে থানায় খবর দেই। দুপুর থেকে আমার স্বামীর মোবাইল ফোন থেকে কল দিয়ে আমাদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে। টাকা নিয়ে আমাদের বিভিন্ন স্থানে যেতে বলছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, শিশু চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান ও তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসআই