সোমবার (১১ মার্চ) সকাল ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১২৮) থেকে স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
সিলেট কাস্টমসের সহকারী কমিশনার মো. জাকারিয়া বাংলানিউজকে বলেন, প্লেনটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে প্লেনের টয়লেট থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা না হলেও বিজি-১২৮ প্লেনটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান মো. জাকারিয়া।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এনইউ/ওএইচ/