ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে ৬ যাত্রীকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
ময়মনসিংহে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে ৬ যাত্রীকে জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রেনের ছাদে উঠে ভ্রমণের দায়ে ৬ যাত্রীকে জরিমানা করা হয়েছে। 

সোমবার (১১ মার্চ) রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে যাত্রীদের কাছ থেকে ১ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আরো ৪ যাত্রীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।  

জরিমানাপ্রাপ্তরা হলেন- লাক মিয়া (১৯), মনিরুল (২২), নাজিম (২০), এবাদুল হক (২১), নজরুল (২২) ও নান্টু (২৩)।  

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা চৌকির চিফ ইন্সপেক্টর মো. ফিরোজ আলী জানান, ট্রেনের ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ভ্রমণের কারণে দুর্ঘটনা বাড়ছে।  

ট্রেনের ছাদে না চড়তে যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯ 
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।