ঢাকা: রাজধানীর খিলগাঁও থানাধীন ইদারকান্দি এলাকা থেকে রুবেল (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) সকাল পৌনে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
রুবেলের ভগ্নিপতি শামসুল হক জানান, রুবেল পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।
রোববার (১০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তিনি বাসা থেকে বের হন। বাসার কিছুদূরে রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। তবে কে বা কারা তাকে হত্যা করতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে। রুবেলের মাথার পেছনে থেতলানো ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এজেডএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।