এসময় তিনি পরবর্তী ধাপের নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানেরও নিশ্চয়তা দেন।
সোমবার (১১ মার্চ) বিকেলে রাজশাহী পুলিশ লাইন মাঠে মেট্রোপলিটন ও জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে রাজশাহী পুলিশ লাইন মাঠে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ প্রধান। পরে একই মাঠে পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ মহাপরিদর্শক।
প্রতিযোগিতায় রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাধারণ পুলিশ সদস্যরা অংশ নেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম. খুরশীদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন কমিশনার একেএম হাফিজ আক্তার ও জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসএস/ওএইচ/