ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১৫ ইটভাটাকে ৪৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
গাজীপুরে ১৫ ইটভাটাকে ৪৩ লাখ টাকা জরিমানা অবৈধ ইটভাটা ভেঙে দিচ্ছে পরিবেশ অধিদফতর । ছবি: বাংলানিউজ

গাজীপুর: পরিবেশ দূষণ ও ছাড়পত্র না থাকায় গাজীপুর সিটি করপোরেশনের মির্জাপুর ও সদর উপজেলার পাইনশাইল এলাকায় ১৫টি ইটভাটাকে ৪৩ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের মির্জাপুর ও সদর উপজেলার পাইনশাইল এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদফতর অভিযান পরিচালনা করে।

এ সময় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও সরকারি কোনো অনুমোদন না থাকায় ১৫টি ইটভাটাকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়। মির্জাপুর এলাকার কায়সার সিকদারের মালিকানাধীন মেসার্স সিকদার ব্রিকসকে তিন লাখ টাকা, বুলবুল সিকদারের প্রিন্স হিমেল ব্রিকসকে তিন লাখ টাকা, তমছের আলীর ভাই ভাই ব্রিকসকে এক লাখ টাকা, আব্দুল্লাহ মুসল্লির মেসার্স মুসল্লি ব্রিকসকে পাঁচ লাখ টাকা, খায়রুল ইসলামের মেসার্স টিকেবি ব্রিকসকে ৫০ হাজার টাকা, হারুন অর রশিদের এএএ ব্রিকসকে ৫০ হাজার টাকা, আবু তাহের মুসল্লির বিপ্লব বিথি ব্রিকসকে তিন লাখ টাকা, আলম হোসেনের ভাওয়াল ব্রিকসকে পাঁচ লাখ টাকা, লোকমান মিয়ার মেসার্স রুফিয়া ব্রিক লিংকসকে চার লাখ টাকা, এমদাদুল হকের এটিবি ব্রিকসকে ৪ লাখ টাকা, আয়নাল হকের আঁখি ব্রিকসকে পাঁচ লাখ টাকা এবং পাইনশাইল এলাকার হুমায়ূন মোল্লার মালিকানাধীন ইসমাইল ব্রিকসকে তিন লাখ টাকা, এমদাদ হোসেনের মালিকানাধীন এমদাদ ব্রিকস-২ কে দুই লাখ টাকা, রফিকুল ইসলামের এনআরবি ব্রিকসকে দুই লাখ টাকা ও এরশাদের মা ব্রিকসকে দুই লাখ টাকাসহ মোট ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলো মধ্যে তিনটি ভাটা ভেঙে দেওয়া হয়। এসব ইটভাটার কার্যক্রম আগামী সাত দিনের মধ্যে বন্ধ করা নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
 
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আ. সালাম সরকার, পরিবেশ অধিদফতরের সদর দফতরের পরিদর্শক মো. আসাদুল কিবরিয়া, পরিদর্শক মো. মোজাহিদ, জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন, গাজীপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর উপ-পরিচালক এম এ জলিল, স্থানীয় পুলিশ প্রশাসনসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।  

পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বাংলানিউজকে জানান, সরকারি নিয়ম নীতি না মেনে ও ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করে পরিবেশ দূষণ করার দায়ে ১৫টি ইটভাটা মালিককে মোট ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইটভাটাগুলোর মধ্যে তিনটি ভাটা ভেঙে দেওয়া হয়েছে।  

আগামী সাত দিনের মধ্যে এ সব ইটভাটা বন্ধ করতে ইটভাটা মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদফতরের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক তামজীদ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।