ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডাকসু নির্বাচন: ময়মনসিংহে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ডাকসু নির্বাচন: ময়মনসিংহে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের প্রতিবাদে ও পুনঃনির্বাচনের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ-মিছিল করেছে জেলা প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার (১১ মার্চ) বিকেলে নগরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করার পর গাঙ্গিনারপাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রজোটের নেতারা।

এতে বক্তব্য রাখেন- জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তন্ময় পাল, ছাত্রফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম আরিফুল ইসলাম, আনন্দমোহন কলেজ শাখার সহ-সভাপতি সাজেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে প্রশাসন ও ছাত্রলীগ যৌথভাবে ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করেছে। অবিলম্বে এ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান তারা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের সমর্থন জানায় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।