সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শরিফ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে।
শরিফের সহকর্মী শাকিল জানান, বিকেলে রাজধানী ডেমরার কোনাপাড়ার শাহ জালাল রোডের একটি নির্মাণাধীন ভবনের চারতলায় রশি দিয়ে বেঁধে নিচ থেকে ছাদে রড তুলছিলেন শরিফসহ তিনজন। এ সময় ছাদের পাশে টানানো বৈদ্যুতিক তারে রড স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যায় চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরির্দশক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য শরিফের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এজেডএস/আরআইএস/