ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিরোধী দলকে শত্রু মনে করলে হবে না

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
বিরোধী দলকে শত্রু মনে করলে হবে না জি এম কাদের

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদে বিরোধী দল জাতীয় পার্টিকে শত্রু মনে না করে সহায়ক শক্তি হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১১ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্টপতি ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ আহ্বান জানান তিনি।

জিএম কাদের বলেন, আমরা আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে মহাজোট করে নির্বাচন করেছি।

আমাদের প্রতিপক্ষ ছিলো বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। আমাদের কথা ছিলো একসঙ্গে নির্বাচন ও সরকার গঠন করে একসঙ্গে দেশ পরিচালনা করা। কিন্তু আমাদের প্রতিপক্ষ এত নগণ্য আসন পেয়েছে এবং তারা সংসদে আসবে কি না তা নিয়েও সংশয় ছিলো। আমরা সরকারে অংশ নিয়ে ঐক্যমতের সরকার করতাম অথবা কিছুটা মন্ত্রিসভায় কিছুটা বিরোধী দলে থাকতে পারতাম। কিন্তু সেটা সরকার ও দেশের জন্য ঠিক হতো না। আমরা সরকারি দলে থাকলে সংসদ অকেজো হয়ে যেতো, এটা দেশের জন্য ভালো হতো না। তাই আমাদের বিরোধী দলে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিলো না।

তিনি বলেন, যেটা আমরা করেছি সেটা দেশের জন্য ভালো হয়েছে। আমরা সংসদে সরকারি দলের বিরুদ্ধে কথা বলবো। এটাকে অনেকে কৃত্রিম বিরোধী দল, পাতানো বিরোধী দল বলছে। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে এটাই স্বাভাবিক, সরকারি দল সংসদে সব সময়ই জয়ী হবে। আমাদের এটা যদি পাতানো হয় তাহলে ৯০ এর পর সংসদে সকল বিরোধী দলই পাতানো ছিলো।  

জি এম কাদের আরো বলেন, আমরা সরকারি জোটে ছিলাম, আলোচনা করে বিরোধী দলে এসেছি। এটা মেকী বিরোধী দল, পাতানো বিরোধী দল এটা বলা ঠিক না। আমরা যদি সত্যিকারের একটা বিরোধী দল হওয়ার চেষ্টা করি, বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরি তাহেল মেকী বলা ঠিক হবে না। সংসদকে প্রাণবন্ত করতে হলে আমাদের যথেষ্ট সময় দিতে হবে। আমাদের কথা বলতে দিতে হবে। আমাদের শত্রু মনে করলে হবে না, সহায়ক শক্তি মনে করতে হবে। সরকারের ভুল-ত্রুটি ধরবো। আমাদের দাবি বক্তব্য সঠিক হলে গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯ 
এসকে/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।