সোমবার (১১ মার্চ) ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সফররত আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা এসব কথা বলেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আইসিসি প্রতিনিধি দলনেতা ফাকিসো মোচোচোকো সাংবাদিকদের বলেন, মিয়ানমার আইসিসির সদস্য নয়।
রোহিঙ্গাদের বিচারে আইসিসি কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ধরনের ঘটনার বিচার আমরা আগেও করেছি। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আমরা বিচারের মুখোমুখি করতে চাই।
ফাকিসো মোচোচোকো বলেন, রোহিঙ্গা নৃশংসতায় বিচারের লক্ষ্যে আমরা দুইটি ভাগে কাজ করছি। একটি হলো আইনগত কার্যক্রম, অন্যটি তদন্তের পরিবেশগত কার্যক্রম। আমরা উভয় কার্যক্রমই সম্পন্ন করতে চাই।
উল্লেখ্য, আইসিসির প্রতিনিধি দল গত ৫ মার্চ বাংলাদেশে আসেন। তারা ককক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার (১২ মার্চ) প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৯
টিআর/আরআর