সোমবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের জুনা ডাক্তার মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবনের বাড়ি উপজেলার কুঞ্জেরহাট এলাকার কবিরাজ বাড়িতে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, বিকেলে জুনা ডাক্তার মিল সংলগ্ন এলাকায় এক নাতিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন জীবন। এ সময় একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত শিশুটিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসআই