ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
বাগেরহাটে হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালন

বাগেরহাট: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৮তম জন্মোৎসব পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বারাশিয়া মোড় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে বেন্নাবাড়ি মন্দির চত্ত্বরে গিয়ে শেষ হয়।

 

এরপর সেখানে কেক কেটে হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়। পরে নাটক ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চিতলমারির মঞ্চপল্লী মতুয়া ভক্তবৃন্দ।  

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতা দেবদাস মণ্ডল, শরৎ মণ্ডল, পলাশ কুমার মজুমদার, অশোক রায়, শিল্প সমীরণ রায়, স্থানীয় ইউপি সদস্য অনির্বান মণ্ডলসহ শত শত হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।