ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

রাজশাহী: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। 

সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিকল্প উপায়ে ওই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে লাইনচ্যুত হওয়া মধুমতি এক্সপ্রেসের ওই বগিটি দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

>>>আরও পড়ুন...রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ বাংলানিউজকে জানান, হরিয়ানের দুর্ঘটনা কবলিত স্থানের পাশ দিয়ে একটি নতুন রেললাইন নির্মাণের কাজ প্রায় শেষের পথে ছিল। তাৎক্ষণিকভাবে নতুনভাবে নির্মিত ওই রেল লাইনের ওপরেই মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়া হয়। পরে ওই নতুন লাইন দিয়েই ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা দেয়। মঙ্গলবার (১২ মার্চ) সকালে লাইনচ্যুত হওয়া ওই বগিটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর হরিয়ানে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর সারা দেশের সঙ্গে রাজশাহীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।