ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়, নারীসহ গুলিবিদ্ধ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
শিবপুরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়, নারীসহ গুলিবিদ্ধ ৫

নরসিংদী: মাদকবিরোধী অভিযানে নরসিংদীর শিবপুরে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ঘাগুটিয়া গ্রামের আব্দুর রহমান (৪৫), হৃদয় (২২), শরিফ (১৮), কাইয়ুম (৩৮) ও রিনা বেগম (২৫)।

তাদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর উপজেলার চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা বাংলানিউজকে জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন। কিভাবে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ঘাগুটিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় উভয়পক্ষের কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।