সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ঘাগুটিয়া গ্রামের আব্দুর রহমান (৪৫), হৃদয় (২২), শরিফ (১৮), কাইয়ুম (৩৮) ও রিনা বেগম (২৫)।
শিবপুর উপজেলার চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা বাংলানিউজকে জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন। কিভাবে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ঘাগুটিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় উভয়পক্ষের কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এনটি