ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সদরঘাটে নৌকাডুবির ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
সদরঘাটে নৌকাডুবির ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় আহত শাহজালাল (৩২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১১ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ভাগিনা শামিম বাংলানিউজকে জানান, নৌকাডুবির ঘটনায় তার স্ত্রী ও দুই শিশুসন্তানসহ তার আত্মীয়-স্বজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার সময় তিনি পানিতে পড়ে গেলে লঞ্চের পাখায় তার দুই পা আটকে যায়। এতে তিনি পায়ে আঘাত পান। পরে নৌপুলিশ উদ্ধার করার পর স্থানীয়রা তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। পঙ্গু হাসপাতাল থেকে রোববার তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শাহজালালের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।