সোমবার (১১ মার্চ) রাত ৮টার দিকে শহরের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সবুজ হোসেন মহেশপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামের সাবদার আলীর ছেলে।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, সবুজ বাইসাইকেলে শহরে যাচ্ছিলেন। পথে তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে তিনি ধাক্কা খান। এসময় সবুজ সাইকেলের নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত লেগে সবুজ ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ইউজি/এনটি