ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জিবিএস ভাইরাসে আক্রান্ত আরিফকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জিবিএস ভাইরাসে আক্রান্ত আরিফকে বাঁচাতে এগিয়ে আসুন হাসপাতালে চিকিৎসাধীন আরিফ।

ঢাকা: জিবিএস ভাইরাসে আক্রান্ত হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী সৈয়দ আরিফ সাদিক প্রান্ত (২২)। অসুস্থ এই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

চিকিৎসকরা জানিয়েছেন, জিবিএস একটি খুবই বিরল রোগ, যা অল্প সময়ের মধ্যেই সর্ম্পূণ দেহকে প্যারালাইজড করে দেয়।  

গত ৫ মার্চ সকালে হঠাৎ অসুস্থ হয়ে যায় প্রান্ত।

পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিকভাবে জিবিএস রোগের লক্ষণ শনাক্ত করে চিকিৎসকরা তাকে ঢাকায় হস্তান্তর করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিট ফাঁকা না পাওয়ায় তাকে ভর্তি করা হয় ঢামেকের আইসিউতে। সেখানকার চিকিৎসকরা বলেছেন, আরিফ জিবিএস ভাইরাসে আক্রান্ত। তার চিকিৎসা ব্যয়বহুল।  

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত জানান, প্রান্তকে বর্তমানে প্রতিদিন ছয়টি করে হিমোগ্লোবিন পাঁচ মিলিগ্রাম ইনজেকশন দিতে হচ্ছে। এ ইনজেকশনের প্রতিটির মূল্য ৩৫ হাজার টাকা। আর অন্যান্য খরচ বাবদ প্রায় সাড়ে তিন লাখ টাকা প্রতিদিন ব্যয় হচ্ছে। প্রাথমিকভাবে পাঁচ দিন এটি চালিয়ে যেতে হবে।

তার চিকিৎসার জন্য এ অর্থ প্রান্তের দরিদ্র পরিবারের পক্ষে একা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে অনুরোধ করেছেন তার পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীরা।  

আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যম বিকাশ ০১৭৪৭১৩০৮৫৩, ০১৬৮৬৭৯৭৫৪৫, ০১৭৬৫৫৬৪৭৮৬, রকেট ০১৫২১৪০৭৯৩৯০ (মাহমুদ), ০১৭৭৭৪৪৪৮৮৮০ (শাবাব) ও ডিবিবিএল মোবাইল অ্যাকাউন্ট ০১৬৮৬২০৬৩৭৩ (নাজমুল)। এছাড়া ব্যাংকে সাহায্য পাঠানোর ঠিকানা, মোহাম্মদ নাজমুল আলম, অ্যাকাউন্ট নম্বর ১২৮.১০৫.২৭৪৮৬, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।