ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্র রিয়াদ অপহরণ পূর্ব পরিকল্পিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
স্কুলছাত্র রিয়াদ অপহরণ পূর্ব পরিকল্পিত তিন অপহরণকারী

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্র আখতারুজ্জামান রিয়াদকে (১৬) পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপহরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। রিয়াদের আত্মীয়স্বজন প্রবাসে থাকেন। স্রেফ মুক্তিপণ আদায়ের উদ্দেশে আসামিরা তাকে অপহরণ করেছিল।
 

মঙ্গলবার (১২ মার্চ) সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে ভিকটিম ও তিন অপহরণকারীকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুল আলম।
 
তিনি বলেন, অপহরণের ঘটনায় ৫ জন জড়িত।

পুলিশের তৎপরতায় অপহরণের পরদিনই ভিকটিমকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করা হয়। তারা হলো- জেলার বিয়ানীবাজারের কাকরদিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ (২০), উপজেলার নিদনপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে রেদোয়ান আহমদ (১৯) ও জকিগঞ্জ উপজেলার লামারগ্রামের আব্দুর রউফের ছেলে রমজান আলী (২৮)। উদ্ধার হওয়া রিয়াদ উপজেলার দাসগ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
 
মাহবুবুল আলম বলেন, ১০ মার্চ (রোববার) বিকেলে পৌর শহরের জামান প্লাজার সামনে থেকে রিয়াদকে ৫ জন মিলে অপহরণ করে। প্রথমে তাকে এক আসামির ভাড়াটিয়া বাসায় বন্দি করে রাখে। পরে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের জলঢুপ এলাকায় একটি টিলায় নিয়ে রশি দিয়ে হাত পা বেঁধে মুখে কাপড় গুজে গাছের সঙ্গে বেঁধে রাখে। রিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়।
 
পরদিন সোমবার (১১ মার্চ) সকালে রিয়াদের পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করলে ওসি অবনী শংকর কর’র নেতৃত্বে পুলিশ প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীচক্রের ৩ জনকে আটক করা হয়। এরপর দায়েরকৃত অপহরণ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।