মঙ্গলবার (১২ মার্চ) সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে ভিকটিম ও তিন অপহরণকারীকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুল আলম।
তিনি বলেন, অপহরণের ঘটনায় ৫ জন জড়িত।
মাহবুবুল আলম বলেন, ১০ মার্চ (রোববার) বিকেলে পৌর শহরের জামান প্লাজার সামনে থেকে রিয়াদকে ৫ জন মিলে অপহরণ করে। প্রথমে তাকে এক আসামির ভাড়াটিয়া বাসায় বন্দি করে রাখে। পরে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের জলঢুপ এলাকায় একটি টিলায় নিয়ে রশি দিয়ে হাত পা বেঁধে মুখে কাপড় গুজে গাছের সঙ্গে বেঁধে রাখে। রিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়।
পরদিন সোমবার (১১ মার্চ) সকালে রিয়াদের পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করলে ওসি অবনী শংকর কর’র নেতৃত্বে পুলিশ প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীচক্রের ৩ জনকে আটক করা হয়। এরপর দায়েরকৃত অপহরণ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এনইউ/জেডএস