মঙ্গলবার (১২ মার্চ) সকালে জেলার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা ছাড়াই চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন।
সংবাদ সম্মেলনে হিল আনসার সদস্যরা পেনশন ও এককালীন অনুদানসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানান।
পার্বত্য অঞ্চলে তৎকালীন বিরাজমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে ৪৮০জন এবং রাঙামাটিতে আরো ১২০জনসহ মোট ৬০০ হিল আনসার সদস্যকে নিয়োগ দেয় সরকার। এ বাহিনী পার্বত্য অঞ্চলে অন্যান্য বাহিনীর সঙ্গে সহায়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এডি/এএটি