মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নাটোর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন।
আইজিপি বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর ১৯৪৮ সালে বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন।
শিক্ষার্থীদের উন্নত মানুষ হওয়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকলে একজন শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো মানুষ হবার সার্টিফিকেট দেয় না। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
বক্তৃতা শেষে আইজিপি শহরের বড় হরিশপুর এলাকায় তিন একর জমির উপরে তিন কোটি টাকা ব্যয়ে নাটোর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করে কলেজ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।
পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, জজ কোর্টের সরকারি কৌসুলি (পিপি) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জিপি