মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। মুন্না ওই উপজেলার হরিণপালা গ্রামের জাহাঙ্গীর আকনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২৩ মে মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মুন্নার উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআরএস