মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান পরবর্তী ১১ এপ্রিল মামলার শুনানির দিন ধার্য করেন এবং ওসিকে এজাহার নিয়ে মামলার তদন্ত জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতদের পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি হরিপুরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিজিবির গুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা তদন্তের জন্য ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জিপি