আহতরা হলেন-ক্ষেতলাল পৌর শহরের বাসিন্দা তারা মিয়া, আলাউদ্দীন, মাবিয়া, সবুজ, হাফিজার, রুবিনা, এরফান, রুবেল, সাকাউল ও সাহারা। তাদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গত ১০ মার্চ ১ম ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাহারুল ইসলাম ও তুহিন ইসলামসহ ছয় জন। এদের মধ্যে নির্বাচনে জয় লাভ করেন সাহারুল ইসলাম। নির্বাচনের পর থেকেই সাহারুল ও তুহিনের নেতাকর্মীদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় সকাল ১০টায় ক্ষেতলাল পৌর শহরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ ১০ জন আহত হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বড় ধরনের ঘটনা এড়াতে ভাইস চেয়ারম্যানের বাস ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আরএ