ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজার ট্র্যাজেডি: শনাক্ত সেই পোড়া কব্জি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
চকবাজার ট্র্যাজেডি: শনাক্ত সেই পোড়া কব্জি  মর্চুয়ারিতে পড়ে আছে পোড়া হাতটি। ছবি: বাংলানিউজ

ঢাকা: পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পোড়া মানবদেহের হাতের কব্জি শনাক্ত করা হয়েছে। কব্জিটি ওই ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিল হাসান রোহানের (২১)।   

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে মর্গে থাকা কব্জিটি নিহত রোহানের বাবা  মো. হাসান খানের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।  

জানা যায়, অগ্নিকাণ্ডের দিন রোহান বন্ধুদের সঙ্গে দেখা করতে যায় চুড়িহাট্টা এলাকায়।

সেদিন আগুনে পুড়ে তার মৃত্যু হয়। প্রথমে তার মৃতদেহ শনাক্ত করা যায়নি। পরে গত ৬ মার্চ ডিএনএ-র মাধ্যমে তার মৃতদেহ শনাক্ত করা হয়।  

তখন রোহানের মৃতদেহ নিয়ে দাফন করে তার পরিবার। মঙ্গলবার ডিএনএ-র মাধ্যমে মর্গে থাকা কব্জিটিও শনাক্ত করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ওসি (তদন্ত) মোরাদুল ইসলাম জানান, রোহানের কব্জিটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ওই ঘটনায় আরো দুইজনের মৃতদেহর অংশ বিশেষ শনাক্ত হয়ে; এর মধ্যে অনেকের মৃতদেহ আগেই শনাক্ত করা হয়। আজও (মঙ্গলবার) শরীরের অংশ বিশেষ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।