ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চা-কফির পরিবর্তে ৩ লরি বালু, ব্যবসায়ী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
চা-কফির পরিবর্তে ৩ লরি বালু, ব্যবসায়ী কারাগারে জব্দ হওয়া বালুভর্তি কাভার্ড ভ্যান। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: কোটি টাকার চা-কফি ও কফি তৈরির মেশিনের পরিবর্তে তিনটি লরিতে কার্টন ভর্তি  বালু পাঠিয়ে রোজ ক্যাফে কোম্পানির সঙ্গে প্রতারণা করায় হরমুজ আলী নামে এক ব্যবসায়ীকে (ডিলার) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলানিউজকে তিনি জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের ‘আদি খাঁজা বেনু’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রোজ ক্যাফে কোম্পানির পরিবেশক হিসেবে সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নিয়োজিত ছিল।

সম্প্রতি ডিলার এবং কোম্পানির মধ্যে মতভেদ দেখা দিলে ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত হয়। পরে জামানতের টাকা ফেরত পেয়ে গত শনিবার (০৯ মার্চ) কোম্পানির মালামাল তিনটি লরিতে করে ফেরত পাঠান ডিলার হরমুজ আলী। এতে ১২ হাজার প্যাকেট চা ও ১২ হাজার প্যাকেট কফি এবং ৩৪টি কফি তৈরির মেশিন থাকার কথা ছিল। কোম্পানির হিসেবমতে যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা। কিন্তু লরিগুলোতে কফি ও মেশিনের পরিবর্তে মেলে কার্টন ভর্তি বালু। পরে মঙ্গলবার দুপুরে কোম্পানির লোকজন লরি তিনটি হবিগঞ্জ সদর মডেল থানায় পাঠালে এগুলো জব্দ করে পুলিশ।
 
এর আগে, ৯ মার্চ রোজ ক্যাফে বাংলাদেশ লিমিটেডের অপারেশন ডিরেক্টর রফিকুল ইসলাম খান বাদী হয়ে হরমুজ আলী এবং তার ছেলে তাজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ হরমুজ আলীকে গ্রেফতার করলেও তার ছেলে পলাতক রয়েছেন বলেও জানান এসআই উত্তম।
 
মামলার বাদী রফিকুল বাংলানিউজকে বলেন, এত বড় প্রতারণা এর আগে কোনো কোম্পানির সঙ্গে হয়েছে বলে জানা নেই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানাচ্ছি।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।