মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) বেগম নাজিয়া শিরিন।
সম্মেলনে তিনি বলেন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের পরিচিতির পাশাপাশি প্রদর্শন ও বিপণনের মাধ্যমে এসব পণ্যের বিকাশের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুক্রবার থেকে নীলফামারী হাই স্কুলমাঠে (বড়মাঠ) সাতদিনের এসএমই মেলার আয়োজন করা হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মো. নাহিদ হাসানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআরএস