নিহত সাব্বির নগরের মজুমদারপাড়ার অলিউর রহমানের ছেলে।
মঙ্গলবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে মদিনা মার্কেট স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, নিহত সাব্বির থাইয়ের কাজ করতেন। পাশাপাশি তিনি ছাত্রলীগের একটি গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) ফারুক আহমদ জানান, প্রতিপক্ষের লোকজন সাব্বিরের বুকে ছুরিকাঘাত করেছে। ধারণা করা হচ্ছে এতেই তার মৃত্যু হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, সিনিয়র-জুনিয়র কথা কাটাকাটির জের ধরে সাব্বিরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এনইউ/ওএইচ/