মঙ্গলবার (১২ মার্চ) দিনভর গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী বাগদা বাজারের কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ উৎসবে মাতেন তারা।
ঐহিত্যবাহী এ উৎসবে সাঁওতাল নারী-পুরুষ শিশু ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
এসময় সাঁওতাল তরুণীরা লাল ফুল তাদের খোঁপায় গেঁথে আনন্দে নাচে-গানে মেতে ওঠেন। সাঁওতাল গ্রামে গ্রামে চলে আনন্দ উৎসব। আনন্দে বিভোর হয়ে মাদলের তালে তালে গান গেয়ে নাচতে থাকেন তারা। এ আনন্দ-উৎসবের নাম ‘বাহা পরব’। বাহা অর্থ ফুল। তাই বাংলায় বাহা পরবকে ‘ফুল উৎসব’ বলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান, ইউএনডিপি হিউম্যান রাইটস প্রোগ্রামের মাইনরিটি এক্সপার্ট শংকর পাল, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, গাইবান্ধা জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, এনডিএফ এর নির্বাহী পরিচালক ভিক্টর লাকরা, পারগানা পরিষদের সভাপতি নরেন বাস্কে, আদিবাসী গবেষক কেরিনা হাসদা, প্রিসিলা মুরমু, বুধরাই টুডু, সুফল হেমব্রম প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন বাহা পরব উদযাপন কমিটি আহ্বায়ক ফিলিমন বাস্কে।
বাহা পরব উদযাপন কমিটি ও অবলম্বনের আয়োজনে উৎসবে ইউএনডিপি-হিউম্যান রাইটস্ প্রোগ্রাম এতে পৃষ্ঠপোষকতা করে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আরএ