মঙ্গলবার (১২ মার্চ) তীব্র যানজট শেষে সন্ধ্যার পর থেকে যান চলাচল স্বাভাবিক হলেও কিছুটা ধীরগতি রয়েছে।
** তীব্র যানজটে নাকাল উত্তরাঞ্চলের যাত্রীরা
মহাসড়কে সংস্কার কাজ চলমান থাকায় একটি লাইনে গাড়ি চলায় মহাসড়কের ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
বিকেল বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় প্রাইভেটকার নিয়ে আটকে থাকা ইমাজ উদ্দিন নামে এক স্কুল শিক্ষক বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে চলে আসলেও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পার হয়ে ঘুড়কা বেলতলা পর্যন্ত ভয়াবহ যানজটের কবলে পড়েন তিনি। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের পরিবহন।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বাংলানিউজকে বলেন, পাঁচলিয়া এলাকায় মহাসড়কে রাস্তার সংস্কার কাজের কারণে একটি লেন বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়। বিকেলে সংস্কার কাজ শেষ হওয়ার পর যানজট কমতে থাকে। সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জিপি