মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা টেকেরহাট এলাকায় দি গ্রুপ এক্স-রে অ্যান্ড প্যাথলজি ল্যাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ওই ব্যক্তি নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করতো।
র্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃতে র্যাবে একটি দল রাজৈর উপজেলার টেকেরহাট বন্দোর এলাকার দি গ্রুপ এক্স-রে অ্যান্ড প্যাথলজি ল্যাবে অভিযান চালায়। এসময় নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা দেওয়ার বিষয়টি হাতেনাতে দেখতে পেয়ে ওই ভুয়া চিকিৎসকের আটক করে র্যাব।
পরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন সন্তোষ কুমার দাশকে তিন মাসের কারাদণ্ড দেন। এসময় মাদারীপুর সিভিল সার্জন ডা. ফরিদ হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জিপি