মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরে আলম ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
আড়াইহাজার কালাপাহাড়িয়ার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার কর্মকার বাংলানিউজকে জানান, নূরে আলম পেশায় অটোরিকশা চালক। সন্ধ্যায় তিনি স্থানীয় সফিকের গ্যারেজে গাড়ির চাকা ঠিক করতে যান। চাকা ঠিক করাকে কেন্দ্র করে গ্যারেজ মালিক সফিকুলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সফিকুল সজোরে ধাক্কা দিলে তিনি গাছে ওপর গিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা আহতাবস্থায় নুরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, সফিকুলকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ওএইচ/