ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
পাবনায় ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

পাবনা: পাবনা সদরের সিঙ্গা বাইপাস এলাকায় ট্রাকচাপায় সুনিল রায় (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনিল রায় সিংঙ্গা ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে ওই মহাসড়কের সিংঙ্গা বাইপাস এলাকায় বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ সুনিল রায়। এসময় মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।