মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিবচরের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ও শিবচর মৎস্য অফিস।
এসময় পদ্মা নদীর মাগুরখণ্ড এলাকা থেকে জাটকা ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন- আলমগীর হোসেন (৩৬), ইন্দ্রজিত (৪৫), আবুল হোসেন (৪৫), মো. মোহাসিন (২৯), নয়ন (২২) ও আকরাম (২৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিষিদ্ধ থাকা সত্ত্বেও পদ্মা নদীর বিভিন্ন স্থানে জেলেরা গোপনে জাটকা শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। এ সময় মাছ ধরতে থাকা অবস্থায় ৬ জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৫ কেজি জাটকা ও জব্দ করা হয় প্রায় ১০ হাজার মিটার জাল।
উদ্ধারকৃত মাছ কুতুবপুর মাদ্রাসার এতিমখানাতে দান করা হয়েছে এবং প্রায় ১০ হাজার মিটার জাল পদ্মার পাড়ে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, আটক জেলেদের কারাদণ্ড দেয়া হয়েছে। এবং জব্দকৃত প্রায় ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকা ধরা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আরএ