মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ভুট্টার চালানসহ একটি ট্রাক জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ওই দুইজনকে আটক করা হয়।
র্যাব-১ এর মেজর আব্দুল্লাহ আল মেহেদী বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাপুরস্থ নিউ ফাল্গুনী রেস্তোরাঁর সামনের রাস্তায় অভিযান চালিয়ে একটি ভুট্টাভর্তি ট্রাকসহ ইব্রাহীম ও রশিদুলকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী ট্রাকের কেবিনে সিটের নিচে রাখা ১ হাজার ৬৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
আটক দুইজনই ট্রাকচালক। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন। আটকেরা দিনাজপুরের বিরামপুর থেকে ফেনসিডিলের চালান এনে রাজধানীর বিভিন্ন এলাকার মাদক কারবারীদের কাছে পাইকারি মূল্যে বিক্রি করতেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর মেহেদী।
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
পিএম/আরআর