ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির কাছে যুক্তরাজ্য হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
রাষ্ট্রপতির কাছে যুক্তরাজ্য হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার (১২) মার্চ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন জানিয়েছে, রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশা প্রকাশ করেন ডিকসন।

রবার্ট চ্যাটার্টন ডিকসন যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে ঢাকায় আসার আগে এই পদে দায়িত্ব পালন করেছেন এলিসন ব্লেক।

তবে ব্লেক অন্য একটি কূটনৈতিক কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন।

ডিকসন ঢাকায় আসার আগে ব্রিটিশ ফরেন অফিসের পশ্চিম বলকান বিষয়ক কর্মসূচির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের কাবুল মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন। যুক্তরাজ্যের শিকাগো মিশনের কনসাল জেনারেলসহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।  

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৯  
টিআর/আরআর             

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।