মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নির্মাণাধীন ১২ তলা ভবনের ২য় তলার পশ্চিম প্রান্তের উত্তর কোণা ভেঙে পড়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুন মিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, নির্মাণাধীন ১২ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাই চলছিল। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করেই ছাদের দক্ষিণ পাশের কোণা ভেঙে পড়ে। এসময় চাপা পড়ে ১৮ নির্মাণ শ্রমিক আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদশে সময়: ০১৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
আরআর