বুধবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাতে উপজেলার উত্তর চন্দনগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের এরশাদ আলীর ছেলে নাজমুল (২২) ও তার স্ত্রী মিনু খাতুন (২০)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাতে নাজমুল ও তার স্ত্রী মিনুর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্ত্রীকে ঘরে রেখে নাজমুল বাইরে বের হয়ে যান। এ অবস্থায় রাতের কোনো এক সময় বিষপানে আত্মহত্যা করেন মিনু। মাঝ রাতে নাজমুল ঘরে এলে স্ত্রীর নিথর মরদেহ পড়ে থাকতে দেখে তিনি নিজেও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আনোয়ারুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসআরএস