বুধবার (১৩ মার্চ) সকাল ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
কাজী অনিক মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিল। মিরপুরে মধ্য মনিপুর চেতনা বহুমুখী সমবায় সমিতির পাশেই একটি ভবনে মা সামছুর নাহারের সঙ্গে থাকতো সে। তার বাবা মজিবর রহমান ইতালি প্রবাসী।
নিহতের মামা কামরুল হুদা জানান, সকালে বাসার সামনে গেলে যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় অনিক। পরে দ্রুত তাকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কোন যানবাহনের ধাক্কায় অনিকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এজেডএস/এসএ/