ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় কাজী অনিক (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল ৮ টার দিকে মিরপুর মধ্য মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অনিক মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

মিরপুর মধ্য মনিপুর চেতনা বহুমুখী সমবায় সমিতির পাশের একটি ভবনে মা সামছুর নাহারের সঙ্গে থাকতো সে। তার বাবা মজিবর রহমান ইতালি প্রবাসী।

নিহতের মামা কামরুল হুদা বাংলানিউজকে জানান, সকালে বাসার সামনে গেলে যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় অনিক। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তবে কোন যানবাহনের ধাক্কায় অনিকের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এজেডএস/এসএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।