বুধবার (১৩ মার্চ) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এ সভার আয়োজন করে।
সংগঠনের নেতা মো. জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর ট্রাফিক বিভাগের পরিদর্শক আ. রহিম, শ্রমিকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বুলবুল, বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল সভাপতি আবুল হাসেম মাস্টার প্রমুখ।
আলোচনা সভায় রিকশা চালকদের নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা রোধে নানা পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এমএস/ওএইচ/