বুধবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী।
মামলায় স্ত্রী রিপা আক্তারসহ তিনজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী মোর্শেদ আলীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১১ মার্চ স্ত্রী রিপা আক্তারের দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রিপার স্বামী মোর্শেদ আলী। ওইদিন দুপুরে মোর্শেদকে আদালত এলাকায় একা পেয়ে মারধর করে আহত করেন স্ত্রী রিপাসহ অন্যরা। এ সময় মোর্শেদের কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ২৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে কোর্ট পরিদর্শককে ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এমএএএম/আরআইএস/