সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সংস্কার কাজের কারণে বুধবার (১২ মার্চ) দিনভর দফায় দফায় যানজট সৃষ্টি হয়। এর ফলে চরম দুর্ভোগে পরে উত্তরাঞ্চলগামী যাত্রীরা।
বিকেলে সংস্কার কাজ শেষ করার পর সন্ধ্যার পর থেকে যানজট কমতে থাকে। তবে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় ধীর গতিতে চলছে যানবাহনগুলো।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, গোলচত্বর এলাকায় মহাসড়কের সংস্কার কাজের কারণে একটি লেন বন্ধ রাখা হয়েছিল। এজন্য দিনভর থেমে থেমে যানজট হয়। সংস্কার শেষে লেনটি খুলে দেওয়ায় সন্ধ্যার পর থেকে যানজট কমে আসে। তবে গাড়ির চাপ বেশি থাকায় কিছুটা ধীরগতি রয়েছে। পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসআই