ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সাব্বির হত্যা মামলায় গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
সিলেটে সাব্বির হত্যা মামলায় গ্রেফতার ৩

সিলেট: সিলেটে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে সাব্বির আহমদ (২০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। সাব্বির ছাত্রলীগের একটি গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বুধবার (১৩ মার্চ) বিকেলে কোতোয়ালি মডেল থানায় নিহতের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮জনকে আসামি করে মামলা দায়ের করেন। সাব্বির নগরের কানিশাইল মজুমদারপাড়া এলাকার বাসিন্দা ওলিউর রহমানের ছেলে।


 
সিলেট কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন বাংলানিউজকে বলেন, সাব্বির হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
 
গ্রেফতাররা হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে ও নগরের বাগবাড়ি আল মদিনা আবাসিক এলাকার বাসিন্দা মো. তাজুল ইসলাম (২৮), একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নগরের বাগবাড়ি আল মদিনা আবাসিক এলাকার কামাল মিয়ার বাসার ভাড়াটিয়া শাহরিয়ার হোসেন শামীম (১৮) ও মৌলভীবাজারের বড়লেথা উপজেলার গ্রামতলার নজরুল ইসলামের ছেলে ও নগরের মদিনা মার্কেট মুসলিম মঞ্জিলের নুনু মিয়ার গলির বাসিন্দা শাকিল নূর তালুকদার (১৮) এবং  হবিগঞ্জের  ইসলামপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে শাহরিয়ার হোসেন শামীম।

এর আগে মঙ্গলবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরের মদিনা মার্কেট এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে সাব্বিরকে হত্যা করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।