ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার কোস্টগার্ড সদস্যদের জব্দ করা ইয়াবা, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা ও ৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান চালিয়ে  ইয়াবাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ডের উপ-পরিচালক (গোয়েন্দা) কমান্ডার বিএন এম. আশরাফুল আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবার একটি বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে অভিযান চালায় কোস্টগার্ডের পূর্ব জোনের সদস্যরা।

এসময় ছেঁড়াদ্বীপের কাছে একটি ট্রলারকে সন্দেহ হলে থামতে নির্দেশনা দেয় কোস্টগার্ডের সদস্যরা। এরপর মাদক পাচারকারীরা সাগরে কয়েকটি বস্তা ফেলে মিয়ানমার জলসীমায় চলে যায়। পরে বস্তাগুলো খুলে ৪ লাখ ৫৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে টেকনাফের সাইরনখাল নামক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ৩২ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা। উভয় ঘটনায় টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।