শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বেলা ১১টায় যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
সেতুটি বাস্তবায়ন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর।
কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ চলতি বছরের জানুয়ারিতে-ই শেষ হয়েছে। গত ১০ মার্চ সেতুটি উদ্বোধনের কথা জানিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি অসুস্থ হওয়ায় পিছিয়ে যায় উদ্বোধনের তারিখ।
৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতি সেতু দু’টি আসন্ন ঈদের আগেই চালু করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামে নির্বিঘ্নে যাতায়াত করা যাবে। সমাপ্তি ঘটবে এ মহাসড়কের দীর্ঘ দিনের যানজটের।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জেডএস