শুক্রবার (১৫ মার্চ) রাতে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এসব কমসূচির কথা জানানো হয়েছে।
কর্মসূচি অনুযায়ী শনিবার (১৬ মার্চ) রাজশাহী শিশু একাডেমিতে শিশুদের চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৭ মার্চ সকাল সাড়ে নয়টায় সিঅ্যান্ডবি মোড় থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত শিশু সমাবেশ ও শোভাযাত্রা বের করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে।
সকাল সোয়া ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
একই স্থানে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা অনুষ্ঠান হবে।
এইদিন সব শিক্ষা-প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। বাদ যোহরে সব মসজিদে মিলাদ মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধামত সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসএস/এএটি