যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার
ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে হামলায় নিহত এবং আক্রান্ত সবার প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।
শুক্রবার (১৫ মার্চ) এক বিবৃতিতে আর্ল মিলার এই সমবেদনা জানান।
তিনি বলেন, সন্ত্রাস ও ঘৃণিত কাজ আমাদের কমিউনিটির ওপর আক্রমণ করে।
পৃথিবীতে এসবের কোনো স্থান না দিয়ে আমরা আমাদের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবো, যেখানেই আমরা থাকি, যেখানেই আমরা উপাসনা করি না কেন।
মিলার আরো বলেন, এ ঘটনায় আহত ও নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি।
শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
টিআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।