শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাতে রাঙামাটি কোতয়ালি থানা সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, শুক্রবার সকালে দিবাকর জেলা শহরের রাঙাপানি এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্রটি আরো জানায়, দিবাকর দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৬১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এএ