শুক্রবার (১৫ মার্চ) উপজেলার কামিলাছড়ি বন বিট এলাকায় এ ঘটনা ঘটে।
বাগানের মালিক কাজল বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলের দিকে খবর পান ২০০৭-২০০৮ সালের সৃজন করা তার বাগানের প্রায় ৭০টি আগর গাছ কে বা কারা কেটে দিয়েছে।
তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অংশীদার ভিত্তিতে উপজেলার কামিলাছড়ি বিটে গাছগুলো রোপণ করি। গাছগুলো কেটে দেওয়ায় তিনি পথে বসে গেছেন।
কাপ্তাই আগর বাগান সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল বাংলানিউজকে জানান, বন বিভাগ আমাদের চাষ করার জায়গা দিলেও নিরাপত্তা দিতে পারেনি। আমাদের আগর বাগান বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এএ