শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫টায় রংপুর-ঢাকা মহাসড়কের দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক মো. বাদল বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে নিলফামারী যাচ্ছিল। পথে দুবলাগাড়ী এলাকায় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় বাসটি রাস্তার পাশে উল্টে যায়। আহত হন সাত বাসযাত্রী।
আহদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এএ